প্রতি সপ্তাহে 4০০০ টাকা পর্যন্ত ইনকাম।
ভুমিকাঃপ্রতি সপ্তাহে 4০০০ টাকা পর্যন্ত ইনকাম করার জন্য বর্তমান সময়ে নানা ধরণের
প্লাটফ্রম রয়েছে। কিন্তু হালাল ইনকাম করার জন্য ওইসব প্লাটফ্রম গ্রহণযোগ্য নই।
হালাল ইনকাম করার জন্য যে সকল প্লাটফ্রম গ্রহণযোগ্য তা নিয়ে বিস্তারিত আলোচনা করে
তোমাদেরকে কিছু অনলাইন প্লাটফ্রম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো।
হেডিংঃ ১ ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং করে বর্তমান বাংলাদেশ এ মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে।
ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে যে, ডিজিটাল মার্কেটিং
কি আর ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের কি কি বিষয়ে ধরনা থাকা লাগবে। চলো
জানার চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং কি জিনিস।
ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোন বস্তুকে অনলাইন এর মাধ্যমে ভিডিও বা ছবির
দ্বারা বিজ্ঞাপন বানিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রে কোন জাইগায়
সরাসরি উপস্থিত না থেকে যে কোন জাইগায় থেকে যে কোন বস্তু নিয়ে কাজ করা যাই।
ডিজিটাল মার্কেটিং একবার ভালো ভাবে শিখতে পারলে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা
যাই।
হেডিংঃ ২ অ্যাফিলেট মার্কেটিং।
অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে অন্যের কোন প্রোডাক্ট নিজে মার্কেটিং করে বিক্রি করে
দেওয়া। অ্যাফিলেট মার্কেটিং করতে নিজের কোন প্রকার ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হয়
না। অ্যাফিলেট মার্কেটিং করার জন্য নিজের বুদ্ধি আর শ্রম এর প্রয়োজন হয়। যত বেশি
শ্রম দিবেন এখান থেকে ততো বেশি টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে অ্যাফিলেট মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই সময়ে দাড়িয়ে
সহজে ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে অ্যাফিলেট মার্কেটিং। হাজার হাজার
মানুষ এখন অ্যাফিলেট মার্কেটিং করে সপ্তাহে ৩,৪ হাজার বা মাসে ১৫,২০ হাজার করে
টাকা ইনকাম করছে। পড়াশোনার পাশাপাশি অ্যাফিলেট মার্কেটিং করে নিজের খরচ
নিজে চালাতে পারবেন।
হেডিংঃ ৩ ভিডিও এডিটিং ।
বর্তমানে ভিডিও এডিটিং সবচেয় জনপ্রিয় কাজ গুলোর মধ্যে একটি। ভালো ভাবে ভিডিও
এডিটিং শিখতে পারলে মাসে ১ থেকে ২ লাখ টাকা ইনকাম করা কোন ব ব্যাপার নয়। সপ্তাহে
১,২ টা ভিডিও এডিটি করে ৪,৫ হাজারের বেশি টাকা ইনকাম করা যাই। আমরা যদি ১ মাস এ
১০ টা থেকে ১২ টা ভিডিও এডিট করতে পারি তাহলে অনায়াসে মাসে ১ থেকে ২ লাখ টাকা
ইনকাম করতে পারবো।
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা ভিডিও এডিটিং শিখায়। যেমন Ordinary it .
আমরা যদি মনোযোগ দিয়ে ভিডিও এডিটিং শিখি তাহলে ভবিষ্যৎ এ আমরা জীবনে অনেক ভালো
কিছু করতে পারব। ভিডিও এডিটিং ১,২ দিন এ শিখা যাই না , ভিডিও এডিটিং শেখার জন্য
সবচেয় বেশি প্রয়োজন সময় ও ধৈর্য। যে যত বেশি সময় দিতে পারবে সে ততো ভালো ভাবে
শিখতে পারবে।
হেডিংঃ ৪ কনটেন্ট রাইটিং।
কনটেন্ট রাইটিং হচ্ছে ইনকাম করার অন্যতম সেরা একটি অনলাইন সাইট। আপনি
অন্যের জন্য কনটেন্ট লিখেও সপ্তাহে ৩ থেকে ৪ হাজার টাকা ইনকাম করতে
পারবেন। যে বিষয়ে লিখছেন, আগে বুঝুন পাঠক কী জানতে চায়। সঠিক সমস্যা বুঝতে পারলে পুরো লেখা সহজ হয়ে যায়। ইনট্রো এমন হতে হবে যাতে পাঠক পরের লাইন পড়তে বাধ্য হয়।
জটিল শব্দ এড়িয়ে চলুন।
একটি বাক্য ১৫–১৮ শব্দের বেশি হলে পড়তে কষ্ট হয়।
প্রতি প্যারাগ্রাফ
২–৩ লাইনের বেশি নয়।পাঠক সহজে স্ক্যান করতে পারে এমনভাবে লিখুন। লেখার প্রথম ৩০% অংশেই আসল তথ্য দিন।
ধীরে ধীরে তথ্য দিলে পাঠক চলে যায়।
হেডিংঃ ৫ গ্রাফিক ডিজাইন।
গ্রাফিক ডিজাইন সবচেয় জনপ্রিয় অনলাইন ইনকাম এর সাইট গুলোর মধ্যে একটি।
গ্রাফিক দিজাইন করে কি পরিমাণ টাকা ইনকাম করা যাই এই ব্যাপারে আপনি কারো না
কারো মুখে শুনছেন নিশ্চয়। গ্রাফিক দিজাইন করার জন্য প্রয়োজনীয় কিছু টিপস
দেওয়ার চেষ্টা করলাম।
ক্লায়েন্ট কী চায়—
→ রঙ
→ স্টাইল
→ সাইজ
→ লক্ষ্যবস্তু অডিয়েন্স
→ রেফারেন্স
এসব না জেনে কাজ শুরু করবেন না। জটিল নয়, পরিষ্কার এবং মিনিম্যাল ডিজাইন বেশি আকর্ষণীয় হয়। সঠিক ফন্ট বাছাই করুন। এক ডিজাইনে ২টির বেশি ফন্ট ব্যবহার না করাই ভালো।
→ রঙ
→ স্টাইল
→ সাইজ
→ লক্ষ্যবস্তু অডিয়েন্স
→ রেফারেন্স
এসব না জেনে কাজ শুরু করবেন না। জটিল নয়, পরিষ্কার এবং মিনিম্যাল ডিজাইন বেশি আকর্ষণীয় হয়। সঠিক ফন্ট বাছাই করুন। এক ডিজাইনে ২টির বেশি ফন্ট ব্যবহার না করাই ভালো।
যে জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ—
→ সেটাকে বড়
→ Bold
→ চোখে লাগার মতো করে বানান।
→ সেটাকে বড়
→ Bold
→ চোখে লাগার মতো করে বানান।
হেডিংঃ ৬ হোলসেল থেকে পণ্য এনে বিক্রি।
✅ হোলসেল কেনার আগে যেসব টিপস মানা জরুরি
1️⃣ চাহিদা বেশি, প্রতিযোগিতা কম—এমন পণ্য বেছে নিন
যেমন—
-
কিচেন আইটেম
-
ফ্যাশন আইটেম
-
বাচ্চাদের পণ্য
-
ইলেকট্রনিক ছোট গ্যাজেট
-
হোম ডেকর
চাহিদা বেশি হলে বিক্রি দ্রুত হয়।
2️⃣ ছোট ইনভেন্টরি দিয়ে শুরু করুন
শুরুতেই ৫০–১০০ পিস কিনবেন না।
প্রথমে ৫–২০ পিস দিয়ে মার্কেট টেস্ট করুন।
3️⃣ নির্ভরযোগ্য হোলসেলার/সাপ্লায়ার বাছুন
পেশাদার সাপ্লায়ারের কয়েকটি লক্ষণ:
-
দাম কম
-
কাস্টমার সার্ভিস ভালো
-
একই দিনে ডেলিভারি
-
রিটার্ন সুবিধা
-
মাল কোয়ালিটি ভালো
-
একজন ভুল সাপ্লায়ার পুরো ব্যবসা নষ্ট করে দিতে পারে।
4️⃣ বাজারে ৩–৫টি সাপ্লায়ারের দাম তুলনা করুন
কখনও প্রথম জনের কাছ থেকে কিনবেন না।
কমপক্ষে ৩–৫ জনের দাম নিন—এটাই লাভ বাড়ানোর সিক্রেট।
5️⃣ মৌসুম অনুযায়ী পণ্য নির্বাচন করুন
-
গরমে: কুলার, ফ্যান, আইস ট্রে
-
শীতে: সোয়েটার, গরম জামা
-
উৎসবে: কসমেটিকস, ফ্যাশন, উপহার সামগ্রী
মৌসুম ঠিক হলে বিক্রি দ্বিগুণ হয়।
rockyinfohub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url